ONEK KATHAA I Toto Kompanee I Bengali Original Song Suddhasatta Mitra - Lyrics, Composition & Vocals Soma Kabiraj - Harmony vocals. Neel Sarkar- Musical arrangements and Audio production. Charcoal & Neel - Concept & Direction. Satwik Benji - Cinematography. Banhisikha Ray - Management. Snehalata Adhikari - Cello. Shremoe Datta - Painter. Sarthok - Drone. অনেক কথা... অনেক কথা বলা বাকি থেকে যায়, সুরের মাঝে আবোল-তাবোল হয়ে যায়... দেখেও না দেখার ভান করে চলে যায়, বেলা বয়ে সন্ধ্যে নেমে হারিয়ে যায় স্বপ্ন-বিভুর বাস্তবে আঁকা তুলির টান, যেমন করে শুকনো পাতা ঝরে যায়, না বলা কথা ভেসে আসে বহুদূর... অনেকদিন দেখা হয়নি, তাই রোদ্দুর... ভালো বলেও ভালো রাখা যায়নি কাউকেই... অনেক কথা রয়ে গেছে বাকি তাই; অনেকদিনের ঝাপসা আলোয় বোঝা ছাই আবার নতুন হবে দিনের শুরুতেই, ঝগড়াঝাটি সকালবেলা ভুলে যাই... বাস্তবের রং হবে রঙীন জানালায় বাস্তবে রং হবে রঙীন জানালায়... Follow :
Hide player controls
Hide resume playing