আল্লাহ্ সুবহানুওয়াতা'লা আমাদের চারিদিকে কতশত নিয়ামত দিয়ে সাজিয়ে রেখেছেন। আকাশের রঙ টা কতই না ভালো লাগে, গোধূলিটা নয়ন জুড়ানো। চারিপাশের সবুজ-শ্যামল প্রকৃতে আমরা কতই না মুগ্ধ হই। একটা পাখির কিচিরমিচির শব্দেও যেন আমাদের হৃদয় জুড়িয়ে যায়। এত নিয়ামত পেয়েও নিজের জীবনের তুচ্ছ না পাওয়া নিয়ে কতই না অভিযোগ করি সেই মহান রবের। কতই না আমাদের আক্ষেপ। “কেন আমার সাথেই এমন হয়!“ “আজকে নামাজ পড়লাম আর আজই এমন হলো“ ইত্যাদি ইত্যাদি কতো অজুহাতে শয়তানের ওয়াস ওয়াসাতে অনেক ভাইয়েরা দূরে চলে যায়।
Hide player controls
Hide resume playing